আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বৈরশাসক মাদুরোর উত্থান-পতন

আল-বাহুলুল

স্বৈরশাসক মাদুরোর উত্থান-পতন

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্টে এ ঘোষণা দেন।

এর মাধ্যমে ১৯৮৯ সালে পানামায় হামলার পর প্রথম লাতিন আমেরিকার কোনো দেশে এমন সরাসরি আগ্রাসন চালাল মার্কিন বাহিনী। এ হামলার মাধ্যমে অঞ্চলটিতে মার্কিনবিরোধী এক শাসককে সরিয়ে দিল যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

নিকোলাস মাদুরো ১৯৬২ সালের ২৩ নভেম্বর ভেনিজুয়েলার রাজধানী কারকাসে শ্রমজীবী পরিবারে জন্ম নেন। তার বাবা ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা। প্রাথমিক জীবনে কারাকাসে বাস চালাতেন মাদুরো।

১৯৯২ সালে তৎকালীন সেনা কর্মকর্তা হুগো শ্যাভেজ ভেনেজুয়েলায় সামরিক অভ্যুত্থান করতে গিয়ে ব্যর্থ হয়ে কারাবন্দি হন। ওই সময় নিকোলাস মাদুরো বন্দি শ্যাভেজের মুক্তি চেয়ে প্রচারণা চালান। একই সঙ্গে শ্যাভেজের সমাজতান্ত্রিক অ্যাজেন্ডার সমর্থনে প্রচার চালান তিনি।

কারামুক্তির পর ১৯৯৭ সালে শ্যাভেজ ফিফথ রিপাবলিক মুভমেন্ট নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। মাদুরো এতে যোগ দিয়ে ১৯৯৮ সালে দলটির পক্ষ থেকে কারাকাসের ক্যাপিটাল ডিস্ট্রিক্ট থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর ধীরে ধীরে তিনি পার্লামেন্টের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে ২০১২ সালে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালে হুগো শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো দলীয় প্রধান নির্বাচিত হন। একই বছরের ১৪ এপ্রিল নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি।

তার শাসনামলে ভেনিজুয়েলায় অর্থনৈতিক সংকট ব্যাপক আকার ধারণ করে। এছাড়া তার বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতি ও স্বৈরশাসন চালানোর অভিযোগ করা হয়। ২০১৪ ও ২০১৭ সালে ভেনেজুয়েলায় তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। মাদুরোর শাসনামলে বিভিন্ন সময়ই আমেরিকা ও বিভিন্ন শক্তির কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়ে ভেনেজুয়েলা।

২০২৪ সালে নির্বাচনে জয়ের পর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মাদুরো। কিন্তু এ নির্বাচনের ফলাফল নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনের ফলাফলে জালিয়াতি করা হয়েছে।

এরই মধ্যে গত বছর ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক চোরাচালানোর অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, দেশটির কুখ্যাত ট্রেন দ্য আরাগুয়া গ্যাঙ যুক্তরাষ্ট্রে মাদক পাচার করে মার্কিন তরুণ সমাজকে বিপথগামী করছে। এর সঙ্গে মাদুরো জড়িত।

এর জেরে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। গতকাল ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরকে সস্ত্রীক গ্রেপ্তার করে নিয়ে যায় মার্কিন বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন