আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফিলিস্তিনপন্থি মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমরের ওপর হামলা

আমার দেশ অনলাইন

ফিলিস্তিনপন্থি মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমরের ওপর হামলা
২৭ জানুয়ারি (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে মিনেসোটার মিনিয়াপলিসে আক্রমণের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ইলহান ওমর, (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

মিনিয়াপোলিসে এক টাউন হল সভায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ফিলিস্তিনপন্থি ডেমোক্র্যাট প্রতিনিধি ইলহান ওমরের ওপর হামলার ঘটনা ঘটেছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) সংস্থাটির বিলুপ্তি আহ্বান জানানোর সময় এক অজ্ঞাত ব্যক্তি তার ওপর অজানা পদার্থ স্প্রে করে।

রয়টার্সের বরাতে জানা গেছে, মঙ্গলবারের ওই হামলায় ওমর আহত হননি। পুলিশ হামলাকারীকে তৃতীয়-ডিগ্রি হামলার অভিযোগে গ্রেপ্তার করেছে। তবে ওমরের গায়ে ছিটানো তরলটি কী ছিল, সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি।

বিজ্ঞাপন

সি-স্প্যানের ভিডিওতে দেখা যায়, ওমর যখন আইস বিলুপ্তি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সচিব ক্রিস্টি নোয়েমের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন, তখন এক ব্যক্তি দ্রুত মঞ্চে উঠে আসে। হামলার কয়েক সেকেন্ড আগে ওমর বলেন, “আইস সংস্কার করা যাবে না… আমাদের চিরতরে আইসিই বিলুপ্ত করতে হবে। এবং ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েমকে পদত্যাগ করতে হবে অথবা অভিশংসনের মুখোমুখি হতে হবে।”

ভিডিওতে হামলাকারীকে বলতে শোনা যায়, “তোমাকে পদত্যাগ করতে হবে।” এরপর সে গাঢ় রঙের তরলযুক্ত একটি সিরিঞ্জ দিয়ে ওমরের ওপর স্প্রে করে।

ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা হামলাকারীকে মাটিতে ফেলে আটক করে। দর্শকদের অনেকে বিস্ময় প্রকাশ করেন এবং ওমরের চারপাশে ভিড় জমে যায়। পরে ওমর জানান, তার গায়ে ছিটানো তরলের ‘ভয়াবহ’ গন্ধ থাকলেও তিনি ‘ভালো’ আছেন। তবে তিনি মেডিকেল চেকআপ করানোর কথা বলেন।

পরে মঞ্চে ফিরে ওমর বলেন, ‘এই কুৎসিত লোকটির মতো লোকেরা যে বাস্তবতা বোঝে না তা হলো—আমরা মিনেসোটাতে শক্তিশালী। তারা আমাদের ওপর যাই ছুঁড়ে ফেলুক না কেন, আমরা তার মুখোমুখি হব।’

অনুষ্ঠান শেষ হওয়ার পর ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, তিনি ঠিক আছেন এবং এমন হামলায় তিনি ভয় পাবেন না। তিনি বলেন, “আমি বুলিকারীদের জিততে দিই না। মিনেসোটা শক্তিশালী।”

এই হামলার নিন্দা জানিয়েছেন মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে। তিনি বলেন, মিনিয়াপলিসে সহিংসতা ও ভয় দেখানোর কোনো স্থান নেই এবং মানুষকে ঝুঁকির মুখে না ফেলে দ্বিমত পোষণ করা সম্ভব। একইভাবে দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেসও হামলার নিন্দা জানান।

সোমালি-আমেরিকান এবং সাবেক শরণার্থী ইলহান ওমর গাজায় ইসরাইলের গণহত্যা ও যুদ্ধের সমালোচনা এবং অভিবাসন সংস্কার নিয়ে প্রগতিশীল অবস্থানের কারণে অতীতে মার্কিন রক্ষণশীলদের বিরোধিতার মুখে পড়েছেন। তিনি মিনিয়াপলিসে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে পরিচালিত আইসিই অভিযানেরও প্রকাশ্য বিরোধী।

উল্লেখ্য, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন হিসেবে ইতিহাস গড়েন ইলহান ওমর। ২০২৪ সালে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচিত হন এবং মিনেসোটার ৫ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...