ইতালিতে মাদক পাচারের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে ৩৮৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শনিবার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে মোট ১.৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পাশাপাশি ৩৯ জন নাবালকসহ মোট ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে। অভিযানে ৩৫ কিলোগ্রাম কোকেন এবং ৪০টিরও বেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার সমন্বিত অভিযানে বিভিন্ন প্রদেশের ৩১২টি স্থানে তল্লাশি চালানো হয়। এর ফলস্বরূপ তিনটি শহরে পাঁচটি গাঁজার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
পুলিশ আরো জানিয়েছে, তল্লাশির সময় তারা ২৯৬ কিলোগ্রাম গাঁজা ও গাঁজাসম্পৃক্ত অন্যান্য পণ্য জব্দ করেছে। প্রাথমিক ভাবে এসব পণ্যকে অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে ইতালি আইনিভাবে গাঁজাকে নিষিদ্ধ করে একটি নিরাপত্তা ডিক্রি অনুমোদন করে। ওই সিদ্ধান্তের মাধ্যমে হালকা গাঁজা বা হেম্পজাতীয় পণ্যের ব্যবসাকেও অবৈধ ঘোষণা করা হয়, যদিও এসব পণ্যের মানসিক প্রভাব নেই বলে দাবি করা হতো।
ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠিত মাদক চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাদক ব্যবসা দমনে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

