আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক

ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে টিউলিপ

ফ্ল্যাটকাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। কিছুদিন আড়ালে থাকার পর অর্থ মন্ত্রণালয়ে তার অফিসে দেখা গেছে।

গত সপ্তাহে ফিন্যান্সিয়াল টাইমসসের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন। এ তথ্য তিনি গোপন রেখেছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

tulip-2

ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে, মিথ্যা কথা বলার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্ত হতে পারে। ২০২২ সালে তারা তার ফ্ল্যাট নিয়ে তদন্ত করেছিল। তখন তারা জানতে পারে, ফ্ল্যাটটি তিনি অন্য একজনের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। কিন্তু তখন টিউলিপ মিথ্যা বলেন যে, এটি তার বাবা-মা কিনে দিয়েছেন। টিউলিপ তাদের হুমকি দিয়েছিলেন যে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে ওই সময় প্রতিবেদনটি প্রকাশ করা হয়নি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, প্রধানমন্ত্রীর ‘মিনিস্ট্রিয়াল কোড’ উপদেষ্টা তদন্ত করবেন যে, টিউলিপ ফ্ল্যাট নিয়ে ডেইলি মেইলের সঙ্গে মিথ্যাচার করেছিলেন কি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...