আগামী বছর জলবায়ু শীর্ষ সম্মেলন কপ৩১ আয়োজন করবে তুরস্ক। অস্ট্রেলিয়া আয়োজন থেকে সরে আসার পর আঙ্কারা এই দায়িত্ব পায়। ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসির।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া সাক্ষাৎকারে তুরস্কের সঙ্গে সমঝোতাকে ‘অসাধারণ ফলাফল’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, অস্ট্রেলিয়া ও তুরস্ক একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে, যার মাধ্যমে তুরস্ক কপ৩১ এর সভাপতিত্ব করবে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে দর–কষাকষির দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া।
২০২২ সালে দুই দেশই জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য আবেদন করেছিল। পরে আলোচনার মাধ্যমে দুই দেশ সমঝোতায় পৌঁছায়।
অস্ট্রেলিয়া অ্যাডিলেড শহরে জলবায়ু শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য জোর চেষ্টা চালিয়েছে। তারা যুক্তি দেয়, জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে যৌথভাবে এই সম্মেলন আয়োজন করবে।
তুরস্কও সম্মেলনের আয়োজনের প্রস্তাব করে। আঙ্কারা জানায়, তাদের আয়োজক দেশ হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে, কারণ তারা ২০২১ সালে সরে গিয়ে যুক্তরাজ্যকে গ্লাসগোতে বৈঠক আয়োজনের অনুমতি দিয়েছিল।
যদি কোনো দেশই আপস করতে রাজি না থাকত, তাহলে জার্মানির বনে সম্মেলন অনুষ্ঠিত হতো।
আরএ


যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৮০
পাক-ভারত যুদ্ধে কে জিতেছে, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন