হুথিদের ড্রোন হামলায় ইসরাইলে আহত ২২

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ২৬
ছবি: সিএনএন

ইয়েমেন থেকে ছোড়া ড্রোন হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতে অন্তত ২২ জন আহত হয়েছে। এদেরমধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। খবর আল জাজিরার।

সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে আটকাতে ব্যর্থ হয়। পরে ড্রোনটি লোহিত সাগরের উপকূলীয় এলাকা এলাতে আঘাত হানে।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর পক্ষ থেকে টেলিগ্রামে জানানো হয়েছে, ‘জনগণকে অনুরোধ করা হচ্ছে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে এবং নতুন নির্দেশনার প্রতি সতর্ক থাকতে।’

হুথি যোদ্ধারা এ হামলার দায় স্বীকার করেছে। সংগঠনের মুখপাত্র ইয়াহইয়া সারি আল জাজিরাকে বলেছেন, ‘একাধিক ড্রোন ব্যবহার করে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্যে পৌঁছেছে। আমরা উম্ম আল-রাশরাশ ও বির আল-সাবা (বর্তমানে বিয়ারশেবা নামে পরিচিত) এলাকায় ইসরাইলের কয়েকটি স্থানে আঘাত হেনেছি।’

জর্ডানের রাজধানী আম্মান থেকে আল জাজিরার সাংবাদিক হামদাহ সালহুত জানিয়েছেন, এলাত অতীতে একাধিকবার হুতিদের লক্ষ্যবস্তু হয়েছে। গত সপ্তাহেও সেখানে একটি ড্রোন আঘাত হেনেছিল। তখনও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়নি।

তিনি আরো বলেন, গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনি গোষ্ঠীটি ইসরাইলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এক বিবৃতিতে ইসরালি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশে যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত