জার্মান ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে যৌথভাবে একটি অনুসন্ধানমূলক মিশনের অংশ হিসেবে এ সপ্তাহে গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের হুমকির পর তারা এমন ঘোষণা দিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বুধবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেনমার্কের আমন্ত্রণে বৃহস্পতিবার থেকে গ্রিনল্যান্ডের রাজধানী নুক-এ ১৩ সদস্যের একটি বুন্দেসভেয়ার রেকি দল মোতায়েন করা হবে। এ খবর দিয়েছে ।
ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে ডেনমার্ক ‘ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায়’ গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে।
পরে, সুইডেন এবং নরওয়ে ঘোষণা করে যে তারা গ্রিনল্যান্ডে সামরিক কর্মী পাঠাবে।
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা এই মিশনের লক্ষ্য হলো অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ককে সহায়তার জন্য সম্ভাব্য সামরিক অবদানের ক্ষেত্রগুলো খতিয়ে দেখা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এর মধ্যে সামুদ্রিক নজরদারির মতো কার্যক্রমও অন্তর্ভুক্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্সও নিশ্চিত করেছে যে তারা গ্রিনল্যান্ডে সেনা পাঠাবে। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন চুক্তি স্থগিতের আহ্বান ইইউ আইনপ্রণেতাদের
ভর্তি পরীক্ষায় মুসলিম শিক্ষার্থী বেশি চান্স পাওয়ায় কলেজই বন্ধ ঘোষণা