আমার দেশ অনলাইন
ক্যানসারের ভ্যাকিসিন তৈরিতে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতা পেয়েছেন রুশ বিজ্ঞানীরা। পরীক্ষায় নিরাপত্তা ও উচ্চ কার্যকারিতা দেখিয়েছে ভ্যাকসিনটি। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দিয়েছেন। এরফলে এই মরণব্যাধী থেকে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আরো বাড়বে বলে আশা হচ্ছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
ইস্টার্ন ইকনোমিক ফোরামে দেওয়া বক্তব্যে ভেরোনিকা স্কভোর্টসোভা জানান, ‘ক্যান্সারের এ ভ্যাকসিন নিয়ে গবেষণা বেশ কয়েক বছর ধরে চলছে। শেষ তিনটি বাধ্যতামূলক প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’
স্কভোর্তসোভা জোর দিয়ে বলেন, ‘প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরো বাড়বে।’
এই টিকার প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার। তাছাড়া, মস্তিস্ক ও মেরুদণ্ডের ক্যান্সার গ্লিওব্লাস্টোমা এবং ত্বকের মারাত্মক ক্যান্সার মেলানোমাসহ নির্দিষ্ট ধরণের মেলানোমার জন্য টিকা তৈরিতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।
১০ম ইস্টার্ন ইকনোমিক ফোরামে অংশ নেয় ৭৫ টির বেশি দেশ এবং অঞ্চলের আট হাজার ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী।
আরএ
ক্যানসারের ভ্যাকিসিন তৈরিতে প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষায় সফলতা পেয়েছেন রুশ বিজ্ঞানীরা। পরীক্ষায় নিরাপত্তা ও উচ্চ কার্যকারিতা দেখিয়েছে ভ্যাকসিনটি। রাশিয়ার ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোর্টসোভা এ ঘোষণা দিয়েছেন। এরফলে এই মরণব্যাধী থেকে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আরো বাড়বে বলে আশা হচ্ছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের।
ইস্টার্ন ইকনোমিক ফোরামে দেওয়া বক্তব্যে ভেরোনিকা স্কভোর্টসোভা জানান, ‘ক্যান্সারের এ ভ্যাকসিন নিয়ে গবেষণা বেশ কয়েক বছর ধরে চলছে। শেষ তিনটি বাধ্যতামূলক প্রাথমিক ক্লিনিক্যাল পরীক্ষা করা হয়েছে। টিকাটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’
স্কভোর্তসোভা জোর দিয়ে বলেন, ‘প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরো বাড়বে।’
এই টিকার প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যান্সার। তাছাড়া, মস্তিস্ক ও মেরুদণ্ডের ক্যান্সার গ্লিওব্লাস্টোমা এবং ত্বকের মারাত্মক ক্যান্সার মেলানোমাসহ নির্দিষ্ট ধরণের মেলানোমার জন্য টিকা তৈরিতে আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।
১০ম ইস্টার্ন ইকনোমিক ফোরামে অংশ নেয় ৭৫ টির বেশি দেশ এবং অঞ্চলের আট হাজার ৪০০ জনের বেশি অংশগ্রহণকারী।
আরএ
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
২৪ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে