সুদানে কলেরার প্রাদুর্ভাব, লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৪: ১২
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৪: ২৫
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সুদানে ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়েছে কলেরা রোগ। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ৪৫০ জন। দুই হাজার ৫০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। সুদানের স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে কলেরায় নতুন করে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৫৭৫ জন। এ পর্যন্ত মারা গেছে দুই হাজার ৫১৫ জন। এরমধ্যে গত এক সপ্তাহেই ২২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে ৪০ হাজারের বেশি শিশু। আরো লাখ লাখ শিশু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

গত বছর ২০২৪ সালের আগস্ট থেকে দেশটির ১৮টি রাজ্যে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে চলতি বছর বর্ষা মৌসুমে আক্রান্তের হার ব্যাপক হারে বাড়তে থাকে। খাদ্য সংকটে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

কলেরা ব্যাপকমাত্রায় ছড়িয়ে পড়ায় সুদানের স্বাস্থ্যসেবার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ এবং স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এরপর থেকেই দেশটিতে স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সশস্ত্র সংঘর্ষে ২০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১ কোটি ৪০ লাখ মানুষ।

তবে যুক্তরাষ্ট্রের কয়েকটি বিশ্ববিদ্যালয় পরিচালিত স্বাধীন গবেষণায় দেখা গেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা অনেকে বেশি হতে পারে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত