আবারো লন্ডনের মেয়র সাদিক খানের সমালোচনায় মুখর হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুলেছেন সাদিক খানের আদর্শ নিয়ে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে সাদিক খানকে অযোগ্য, বিপর্যয় ও ভয়াবহ মেয়র বলে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘লন্ডনের মেয়র একজন মুসলিম এবং তিনি অভিবাসীদের ভোটে নির্বাচিত হয়েছেন। এর মানে হলো, শ্বেতাঙ্গ ভোটারদের হটিয়ে অভিবাসীরা জায়গা করে নিচ্ছে।
ট্রাম্প বলেন, ‘আপনি যদি লন্ডনের দিকে তাকান, তাহলে দেখবেন সেখানে খান নামে একজন মেয়র আছেন। তিনি একজন ভয়াবহ মেয়র। তিনি একজন অযোগ্য, দুষ্ট, ঘৃণ্য মেয়র।’
যদিও যুক্তরাজ্য বিধিনিষেধমূলক অভিবাসন আইন গ্রহণ করছে, তারপরও ট্রাম্প দাবি করেছেন, ‘দেশটি অনিয়ন্ত্রিত ও অযাচিতভাবে অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছে।’
তিনি বলেন, ‘লন্ডনের মেয়র বিপর্যয়। যে আদর্শ থাকার কথা ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শ রয়েছে তার। তিনি নির্বাচিত হন কারণ এত মানুষ এদেশে এসেছে এবং তারা তাকে ভোট দেয়।’
সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময়েও ট্রাম্প সাদিক খানের সমালোচনা করেছিলেন।
সাক্ষাৎকারে অবৈধ অভিবাসীদের বহিষ্কার করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘অভিবাসীদের জন্য ইউরোপ দুর্বল হয়ে পড়েছে। ইউরোপীয় দেশগুলোর উচিত অবৈধভাবে আসা অভিবাসীদের বহিষ্কার করা।’
আরএ


সুদানে সামরিক বিমান বিধ্বস্ত, সকল আরোহী নিহত
রাডারের ঘটনায় চীনের সাথে বিরোধে জাপানের পাশে যুক্তরাষ্ট্র