আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সর্বাধুনিক প্রযুক্তির রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা পাকিস্তানের

আমার দেশ অনলাইন

সর্বাধুনিক প্রযুক্তির রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা পাকিস্তানের
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইসলামাবাদে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, এই বাহিনী হবে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এবং সবদিক থেকে শত্রুকে আঘাত করতে সক্ষম। তিনি বলেন, দেশের সামরিক শক্তি বাড়ানানোর ক্ষেত্রে এটি আরেকটি মাইলফলক হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে দেশের স্বার্থে ‘পাকিস্তান স্থিতিশীলতা সনদে’ যোগ দিতে সব রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানান শেহবাজ শরিফ।

বক্তব্যে ভারতের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে নয়াদিল্লি বিনা উস্কানিতে পাকিস্তানের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘চার দিনে ভারতের গর্ব ধুলায় মিশে গেছে।’

ভারতের সঙ্গে যুদ্ধের সময় কূটনৈতিকভাবে দেশটিকে সমর্থন করার জন্য তুরস্ক, সৌদি আরব, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং আজারবাইজানসহ পাকিস্তানের মিত্রদেরও ধন্যবাদ জানান শেহবাজ শরিফ।

আজ বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাকিস্তান। রাজধানী ইসলামাবাদে ৩১ বার তোপধ্বনি এবং প্রতিটি প্রাদেশিক সদর দপ্তরে ২১টি তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। পাকিস্তানের শান্তি, সংহতি এবং সমৃদ্ধি কামনা করে দেশজুড়ে প্রতিটি মসজিদে বিশেষ প্রার্থনা করা হয়।

দেশজুড়ে বিভিন্ন ভবন, রাস্তাঘাট এবং বাজার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। পাশাপাশি করা হয়েছে আলোকসজ্জা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন