আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯

আমার দেশ অনলাইন

দক্ষিণ কোরিয়া উপকূলে চীনা নৌকাডুবি, নিখোঁজ ৯
ছবি সংগৃহিত।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি চীনা মাছ ধরার নৌকা ডুবে যাওয়ার ঘটনায় নয়জন নিখোঁজ হয়েছেন। ইয়োনহাপ নিউজের খবরে বলা হয়েছে, জাহাজের নাবিকদের ১১ জনের মধ্যে দুজনকে একটি পণ্যবাহী কার্গো জাহাজ উদ্ধার করেছে।

সোমবার (১০ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার কোস্টগার্ড জানিয়েছে, গুনসান বন্দরসংলগ্ন ওচং দ্বীপের প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নৌকাটি উল্টে যায় পরে এর কাছাকাছি থাকা একটি পণ্যবাহী জাহাজের নাবিকরা দুজনকে জীবিত উদ্ধার করেন। নিখোঁজদের সন্ধানে সিউল থেকে চারটি টহল জাহাজ এবং হেলিকপ্টার পাঠানো হয়েছে, ইতোমধ্যে অনুসন্ধান অভিযান চলছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার (৯ নভেম্বর), দক্ষিণ কোরিয়ার গ্যাজিও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি চীনা মাছ ধরার নৌকা ডুবে যায়। যেখানে তিনজন নাবিক এখনো নিখোঁজ এবং আরও দুজন হৃদরোগে আক্রান্ত হন।
সূত্র : আনাদুলু এজেন্সি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...