আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ নাকচ যুক্তরাষ্ট্রের
ছবি: টাইমস অব ইসরাইল

হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, ইসরাইলের এমন দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের দুই জ্যেষ্ঠ উপদেষ্টা বলেন, গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রার কারণেই সকল জিম্মির লাশ উদ্ধারে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। খবর বিবিসির।

উপদেষ্টারা বলেন, ‘হামাস সকল জীবিত জিম্মিকে ফিরিয়ে দিয়ে বিশ্বস্ততার পরিচয় দিয়েছে। অন্যদের দেহাবশেষ খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার জন্য বিভিন্ন মধ্যস্থতাকারীদের সাথে কাজ করছে তারা।’

বিজ্ঞাপন

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এখন পর্যন্ত তারা যত জিম্মির লাশ হাতে পেয়েছে, সব ফিরিয়ে দিয়েছে।

ট্রাম্পের উপদেষ্টারা বলেন, ‘আমরা অনেককে বলতে শুনেছি, হামাস চুক্তি লঙ্ঘন করেছে, কারণ সকল লাশ ফেরত দেয়া হয়নি। হামাসের সাথে আমাদের বোঝাপড়া ছিল যে আমরা সকল জীবিত জিম্মিদের বের করে আনব, যা তারা এরইমধ্যে করেছে।’

তাদের মতে, জিম্মিদের লাশ ফেরত দেয়ার জন্য একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বুধবারের সংবাদ সম্মেলনে গাজা যুদ্ধ শেষ করতে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার অবশিষ্ট অংশ বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন