নিউইয়র্কে মেয়র নির্বাচন: জরিপে এগিয়ে মামদানি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ২১: ৫৪

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল, ৪ নভেম্বর। ভোটের আগ মুহূর্তে প্রকাশিত সর্বশেষ চারটি জরিপেই ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি এগিয়ে রয়েছেন, যদিও কিছু জরিপে তাঁর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোর প্রতিদ্বন্দ্বিতা ঘনিষ্ঠ দেখা গেছে।

বিজ্ঞাপন

জরিপের ফলাফল:

এমারসন কলেজ/পিআইএক্স ১১/দ্য হিল: জোহরান ৫০%, কুমো ২৫%, রিপাবলিকান কার্টিস স্লিওয়া ২১%।

মারিস্ট জরিপ: জোহরান ১৬ পয়েন্টে কুমোর চেয়ে এগিয়ে; স্লিওয়ার তুলনায় ব্যবধান ৩২ পয়েন্ট।

কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়: জোহরান ৪৩%, কুমো ৩৩%, স্লিওয়া ১৪%।

সাফোক বিশ্ববিদ্যালয়: প্রতিযোগিতা ঘনিষ্ঠ—জোহরান ৪৪%, কুমো ৩৪%, স্লিওয়া ১১%।

জরিপগুলো বলছে জোহরানের সমর্থন তরুণ ও কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অন্যদিকে কুমোর সমর্থন কিছুটা কমেছে। স্লিওয়া প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে না দাঁড়ানোয় কুমোর সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

আগাম ভোটে জোহরানের অবস্থান শক্তিশালী। বেশিরভাগ সম্ভাব্য ভোটার বলেছেন, তাঁরা নির্বাচনের দিন সরাসরি কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও ফিলিস্তিনপন্থী হিসেবে পরিচিত কুইন্সের আইনপ্রণেতা জোহরান মামদানি এখন পর্যন্ত নিউইয়র্কের পরবর্তী মেয়র হিসেবে এগিয়ে আছেন—তবে সিদ্ধান্তহীন ভোটাররাই শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভূমিকা রাখতে পারেন। (সূত্রঃ এনবিসি নিউজ)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত