আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লির ঘটনায় শোক প্রকাশ করল যেসব দেশ

আমার দেশ অনলাইন

দিল্লির ঘটনায় শোক প্রকাশ করল যেসব দেশ
নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এই স্থানটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত ও ২৪ জন আহত হয়।

ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ। এই তালিকায় চীন, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপও রয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বার্তায় লিখেছেন, “গত সন্ধ্যায় দিল্লিতে বিস্ফোরণের খবরে আমি মর্মাহত। ভারতের পাশে শ্রীলঙ্কা রয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।”

বিজ্ঞাপন

মালদ্বীপের তরফেও এই ঘটনায় শোক জ্ঞাপন করা হয়েছে। প্রেসিডেন্ট মোহামেদ মুইজ জানিয়েছেন, “এই মর্মান্তিক ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কারকিও শোক প্রকাশ করেছেন।

পাশাপাশি, ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জু ফেইহং দিল্লি বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই বার্তায় তিনি উল্লেখ করেছেন, “দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণে আমি মর্মাহত। ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদন রইল। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।”

সূত্র: বিবিসি বাংলা

এসআর /

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন