আন্তর্জাতিক ডেস্ক
১৯২২ সালে মিসরে পিরামিডের ভেতর থেকে আবিষ্কার করা হয়েছিল রাজা তুতেনখামেনের সমাধি। এর আবিষ্কারক ছিলেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। এর পর পেরিয়ে গেছে ১০০ বছর। এবার নতুন করে সন্ধান মিলল আরেক ফারাওয়ের বা ফেরাউনের সমাধি। সমাধিটি অন্য কারো নয়, রাজা দ্বিতীয় থুটমোসের। আর এর আবিষ্কারকও একদল ব্রিটিশ-মিসরীয় প্রত্নতাত্ত্বিক।
এই রাজা দ্বিতীয় থুটমোসই অষ্টাদশ মিসরীয় সাম্রাজ্যের শেষ রাজা, যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল। লাক্সারের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা।
এর আগে অনুমান করা হয়েছিল যে, অষ্টাদশ মিসরীয় সাম্রাজ্যের ফারাওদের সমাধিকক্ষগুলো ভ্যালি অব কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে। অথচ প্রত্নতাত্ত্বিকরা রানিদের সমাধিস্থলের পার্শ্ববর্তী অঞ্চলেই খননকাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধিকক্ষের সন্ধান পান। সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন ওই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল।
উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে- ফেরাউন থুটমোস দ্বিতীয়ের নাম খোদাই করা অ্যালাবাস্টার জারের টুকরা, পাশাপাশি তার স্ত্রী রানি হাতশেপসুতের নামসংবলিত শিলালিপি, যিনি মিসরের কয়েকজন নারী ফেরাউনের মধ্যে একজন। তিনি নিজেই শাসক ছিলেন।
মিসরের পর্যটন ও পুরাকীর্তির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো ফারাওয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আসবাবপত্র পাওয়া গেছে। বর্তমানে বিশ্বের কোনো জাদুঘরে দ্বিতীয় থুটমোসের অন্ত্যেষ্টিক্রিয়ার আসবাবপত্র নেই।
তুতেনখামেনের পূর্বপুরুষ
রাজা দ্বিতীয় থুটমোস তুতেনখামেনের পূর্বপুরুষ। তিনি মারা যান ৩ হাজার ৫০০ বছর আগে। রাজত্ব করেছেন প্রায় ১৪ বছর। ফারাও হাটসেপসুট হাতেগোনা কয়েকজন মিসরীয় রানির মধ্যে একজন, যিনি নিজেই নিজের সাম্রাজ্য পরিচালনা করেছেন। হাটসেপসুট রাজা দ্বিতীয় থুটমোসের সৎবোন এবং স্ত্রী ছিলেন। তাদের এক সন্তান ছিল। তার সমাধির প্রবেশপথ ২০২২ সালে আবিষ্কৃত হয়। তখন মনে করা হয়েছিল, সেটি তার কোনো এক রানির সমাধিগৃহ।
মিসরীয় পুরাকীর্তি খাতের প্রধান এবং মিশনের সহনেতা মোহাম্মদ আবদেল বাদি বলেছেন, ফেরাউনের মৃত্যুর পরপরই বন্যার কারণে সমাধিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়, বন্যার কারণে সামগ্রীগুলো দ্বিতীয় সমাধিতে স্থানান্তর করা হয়েছিল।
১৯২২ সালে মিসরে পিরামিডের ভেতর থেকে আবিষ্কার করা হয়েছিল রাজা তুতেনখামেনের সমাধি। এর আবিষ্কারক ছিলেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। এর পর পেরিয়ে গেছে ১০০ বছর। এবার নতুন করে সন্ধান মিলল আরেক ফারাওয়ের বা ফেরাউনের সমাধি। সমাধিটি অন্য কারো নয়, রাজা দ্বিতীয় থুটমোসের। আর এর আবিষ্কারকও একদল ব্রিটিশ-মিসরীয় প্রত্নতাত্ত্বিক।
এই রাজা দ্বিতীয় থুটমোসই অষ্টাদশ মিসরীয় সাম্রাজ্যের শেষ রাজা, যার সমাধি এতদিন অনাবিষ্কৃত ছিল। লাক্সারের কাছে থিবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকায় এই সমাধি আবিষ্কার করেন গবেষকরা।
এর আগে অনুমান করা হয়েছিল যে, অষ্টাদশ মিসরীয় সাম্রাজ্যের ফারাওদের সমাধিকক্ষগুলো ভ্যালি অব কিংসের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত হতে পারে। অথচ প্রত্নতাত্ত্বিকরা রানিদের সমাধিস্থলের পার্শ্ববর্তী অঞ্চলেই খননকাজ চালিয়ে একটি সুসজ্জিত সমাধিকক্ষের সন্ধান পান। সুসজ্জিত ঘর দেখেই তারা নিশ্চিত হন ওই কক্ষ ফারাওয়ের সমাধিস্থল।
উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে- ফেরাউন থুটমোস দ্বিতীয়ের নাম খোদাই করা অ্যালাবাস্টার জারের টুকরা, পাশাপাশি তার স্ত্রী রানি হাতশেপসুতের নামসংবলিত শিলালিপি, যিনি মিসরের কয়েকজন নারী ফেরাউনের মধ্যে একজন। তিনি নিজেই শাসক ছিলেন।
মিসরের পর্যটন ও পুরাকীর্তির মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো ফারাওয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার আসবাবপত্র পাওয়া গেছে। বর্তমানে বিশ্বের কোনো জাদুঘরে দ্বিতীয় থুটমোসের অন্ত্যেষ্টিক্রিয়ার আসবাবপত্র নেই।
তুতেনখামেনের পূর্বপুরুষ
রাজা দ্বিতীয় থুটমোস তুতেনখামেনের পূর্বপুরুষ। তিনি মারা যান ৩ হাজার ৫০০ বছর আগে। রাজত্ব করেছেন প্রায় ১৪ বছর। ফারাও হাটসেপসুট হাতেগোনা কয়েকজন মিসরীয় রানির মধ্যে একজন, যিনি নিজেই নিজের সাম্রাজ্য পরিচালনা করেছেন। হাটসেপসুট রাজা দ্বিতীয় থুটমোসের সৎবোন এবং স্ত্রী ছিলেন। তাদের এক সন্তান ছিল। তার সমাধির প্রবেশপথ ২০২২ সালে আবিষ্কৃত হয়। তখন মনে করা হয়েছিল, সেটি তার কোনো এক রানির সমাধিগৃহ।
মিসরীয় পুরাকীর্তি খাতের প্রধান এবং মিশনের সহনেতা মোহাম্মদ আবদেল বাদি বলেছেন, ফেরাউনের মৃত্যুর পরপরই বন্যার কারণে সমাধিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায়, বন্যার কারণে সামগ্রীগুলো দ্বিতীয় সমাধিতে স্থানান্তর করা হয়েছিল।
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৩ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৪ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৪ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
৪ ঘণ্টা আগে