আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চতুর্থ দিনে ইরানের বিক্ষোভ, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

আমার দেশ অনলাইন

চতুর্থ দিনে ইরানের বিক্ষোভ, ছড়াচ্ছে নতুন নতুন শহরে

ইরানে মুদ্রাস্ফীতি ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ও ধর্মঘট তেহরানসহ আরও বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। বুধবার চতুর্থ দিনে ইরানের কারাজ, হামেদান, কেশম, মালার্দ, ইসপহান, কেরমানশাহ, শিরাজ ও ইয়াজদ শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।

বিজ্ঞাপন

গত রোববার, তেহরানের খোলাবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মূল্য রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছানোর পর বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়, যেখানে দোকানিরা মূলত অংশ নেন। ইরান সরকার বিক্ষোভকারীদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করেছে এবং জানিয়েছে যে, কঠোর পরিস্থিতির মুখোমুখি হলেও বিক্ষোভকারীদের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যোগ দিয়েছে এবং তারা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছে, যা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রার অবমূল্যায়ন জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, যা বিক্ষোভের এক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...