তাইওয়ান ইস্যুতে জাপানের মন্তব্যকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জাপানে সামরিক কাজে দ্বৈত ব্যবহারযোগ্য (ডুয়াল-ইউজ) পণ্যের রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে চীন।
মঙ্গলবার এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসামরিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই ব্যবহারযোগ্য এমন পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। এর মধ্যে ড্রোন ও সেমিকন্ডাক্টর উৎপাদনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বিরল খনিজ (রেয়ার আর্থ) উপাদানও রয়েছে। জাপানের সামরিক ব্যবহারকারী বা এমন কোনো উদ্দেশ্যে এসব পণ্য রপ্তানি করা যাবে না, যা জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে পারে। একই সঙ্গে চীন সতর্ক করে দিয়েছে, কোনো দেশ বা প্রতিষ্ঠানের ব্যক্তি যদি এই বিধিনিষেধ লঙ্ঘন করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর জবাবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানিয়ে এই পদক্ষেপকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও গভীরভাবে দুঃখজনক” বলে উল্লেখ করেছে। টোকিওর অভিযোগ, চীনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থি এবং বিশেষভাবে জাপানকে লক্ষ্য করে নেওয়া হয়েছে। জাপান চীনকে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
এসআর/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

