কাতারে ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় যে আহ্বান জানালো মালয়েশিয়া

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৭

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। সোমবার কাতারের দোহায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওয়াইসি) ও আরব লীগের জরুরি যৌথ শীর্ষ সম্মেলনে ভাষণ প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সম্মেলনে কাতারে ইসরাইলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘এটি এক ধরনের দায়িত্বজ্ঞানহীন উস্কানি।’ তিনি জোর দিয়ে বলেন, শুধু নিন্দা ও বিবৃতিতে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির পরিবর্তন হবে না। তাঁর ভাষায়, ‘নিন্দা হামলা বন্ধ করবে না, বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে—কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, বাণিজ্যিক সম্পর্কও।’

তিনি গাজায় সাহায্য পাঠাতে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (Global Samud Flotilla)-এর প্রতি সমর্থন জানিয়ে বলেন, এই নৌবহরকে গাজায় পৌঁছাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

আনোয়ারের বক্তব্যে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে আরও সক্রিয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান উঠে এসেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত