সাদিক খান বিশ্বের সবচেয়ে খারাপ মেয়র: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও লন্ডনের মেয়র সাদিক খানের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি তাকে সেখানে চাইনি এবং রাষ্ট্রীয় ভোজসভায় অনুরোধ করিনি। আমি মনে করি লন্ডনের মেয়র খান বিশ্বের সবচেয়ে খারাপ মেয়রদের একজন।’

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্প জানান, তিনি উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভা থেকে সাদিক খানকে বাদ দেওয়ার জন্য নিজেই অনুরোধ করেছিলেন। তিনি খানের উপস্থিতি চাননি বলেই সরাসরি জানিয়ে দেন।

তবে বিবিসি জানিয়েছে, সাদিক খান নিজেই ওই অনুষ্ঠানে “আমন্ত্রণ চাননি বা আশা করেননি।”

ট্রাম্প ও খানের মধ্যে দীর্ঘদিনের প্রকাশ্য বিরোধ নতুন কিছু নয়। ২০১৫ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিমদের ভ্রমণ নিষিদ্ধ করার কথা বলার পর থেকেই এই বিরোধের সূচনা হয়। এরপর একাধিকবার দুই জনেই একে অপরকে প্রকাশ্যে কটাক্ষ করেছেন।

সম্প্রতি দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত একটি উপ-সম্পাদকীয়ে সাদিক খান ট্রাম্পকে বিশ্বব্যাপী অতি-ডানপন্থী রাজনীতির “আগুন জ্বালানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখা নেতা” হিসেবে আখ্যায়িত করেন। তিনি লেখেন, “গত কয়েক বছরে বিভাজনকারী রাজনীতিকে উস্কে দিতে ট্রাম্প এবং তার দল সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।”

উল্লেখ্য, ট্রাম্পের এই মন্তব্যটি এসেছে এমন একটি সময়ে, যখন যুক্তরাজ্যে অভিবাসন ও ডানপন্থি রাজনীতির উত্তেজনা বেড়েছে। লন্ডনে বড় ধরনের অভিবাসনবিরোধী বিক্ষোভের পর এই বিতর্ক আরও গভীর হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত