ইসরাইলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৫২

গাজায় দখলদার ইসরাইলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করেছে স্পেন। চুক্তি অনুসারে, প্রায় ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার মূল্যমানের ইসরাইলি রকেট লঞ্চার কেনার কথা ছিল। তবে তা বাতিল করেছে মাদ্রিদ।

সোমবার এএফপির বরাতে ইসরাইলি গণমাধ্যম টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে, তার সরকার ইসরাইলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরাইলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরাইলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয়। চুক্তির আওতায় ১২টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। ওই রকেট লঞ্চারগুলো এলবিটের 'পালস' প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছিল। সিলাম লঞ্চ সিস্টেম ব্যবহার করে বেশ কয়েক ধরনের রকেট হামলা চালানো যায়। এসব রকেটের সর্বোচ্চ পাল্লা ৩০০ কিলোমিটার (প্রায় ১৮৬ মাইল)।

স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে, ওই চুক্তি থেকে এলবিটের ১৭৬ দশমিক ৩ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল।

গত ৯ সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিবিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। ইসরাইল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয়।

এদিকে, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরাইলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়াও কয়েকদিন আগে তিনি সাইক্লিং রেস চলাকালে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের প্রশংসা করেছিলেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত