আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হলিউড কিংবদন্তি চলচ্চিত্রকার রব রেইনার ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আমার দেশ অনলাইন
হলিউড কিংবদন্তি চলচ্চিত্রকার রব রেইনার ও স্ত্রীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ
ছবি সংগৃহীত।

হলিউডের চলচ্চিত্র নির্মাতা রব রেইনার ও তার স্ত্রী মিশেলের লাশ লস অ্যাঞ্জেলেসের বাড়িতে পাওয়া গেছে। বাড়িতে ছুরিকাঘাতে দম্পতির লাশ পাওয়ার পর সন্দেহভাজন হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ। অভিনেতা এবং পরিচালক উভয় হিসেবেই খ্যাতি পেয়েছিলেন রব রেইনার।

রোববার বিকেলে, জরুরি উদ্ধারকারী দল লস অ্যাঞ্জেলেসের দম্পতির বাড়িতে যাওয়ার পর সন্দেহভাজন হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পুলিশ । পুলিশ জানিয়েছে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বিজ্ঞাপন

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, রেইনারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে, তাকে এবং তার স্ত্রীকে প্রাসাদের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের শরীরে ছুরিকাঘাতের ক্ষত দেখা গেছে।

পরিবারের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘গভীর দুঃখের সাথে আমরা মিশেল এবং রব রেইনারের মর্মান্তিক মৃত্যু ঘোষণা করছি। এই আকস্মিক ক্ষতিতে আমরা মর্মাহত, এবং এই কঠিন সময়ে আমরা গোপনীয়তা কামনা করছি।

এর আগে, এনবিসি নিউজ একাধিক আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, রেইনারের মালিকানাধীন একটি বাড়িতে দুই ব্যক্তি লাশ পাওয়া গেছে। যাদেরকে পরবর্তীতে রেইনার দম্পতি হিসেবে শনাক্ত করা হয়েছে। রব রেইনারের বয়স ছিল ৭৮ এবং মিশেল রেইনারের বয়স ছিল ৬৮।

টিভি সিটকম অল ইন দ্য ফ্যামিলি-তে তার অভিনয়ের পর, রব রেইনার দ্য প্রিন্সেস ব্রাইড, হোয়েন হ্যারি মেট স্যালি এবং আ ফিউ গুড মেন-এর মতো চলচ্চিত্রে পরিচালক হিসেবে প্রশংসা অর্জন করেন, যেগুলো সেরা ছবির জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিল।

তার সবচেয়ে স্মরণীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি হল ১৯৮৪ সালের মকুমেন্টারি "দিস ইজ স্পাইনাল ট্যাপ", যা একটি বয়স্ক হেভি মেটাল ব্যান্ডের উপহাস এবং অপ্রাসঙ্গিকতার দিকে ঝুঁকে পড়ার বিদ্রূপাত্মক গল্প। এর সিক্যুয়েল, স্পাইনাল ট্যাপ টু: দ্য এন্ড কন্টিনিউ", এই সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন