নিউইয়র্ক সিটিতে মামদানির জয়ের রহস্য

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৫: ১৭
ছবি: এমএসএনবিসি

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন ১০ লাখ ১৮ হাজার ১৯০ ভোট, যা মোট ভোটের ৫০.৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো পেয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৪৭৬ ভোট, যা মোট ভোটের ৪১.৬ শতাংশ।

নির্বাচনে জিতে প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন মামদানি।

বিজ্ঞাপন

প্রতিদ্বন্দ্বিতার শুরুর দিকে মামদানি অন্য প্রার্থীদের মতো এতোটা পরিচিত ছিলেন না। তবে তার স্পষ্ট বক্তব্য, নিউইয়র্ক সিটি নিয়ে তার দৃষ্টিভঙ্গ ও পরিকল্পনা, তার প্রচার কৌশল তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। প্রচারণার সময় বাসাভাড়া সহজলভ্য করা, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা, ন্যুনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার করা, বিনামূল্যে বাস পরিবহন সেবা, ধনীদের ওপর কর বাড়ানোসহ নানা প্রতিশ্রৃতি দেন তিনি।

হাজার হাজার স্বেচ্ছাসেবী তার হয়ে কাজ শুরু করেন। প্রচারণায় সামাজিকমাধ্যমকে দুর্দান্তভাবে ব্যবহার করেন মামদানি।

জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনৈতিক নেতাদের সমর্থন আদায়ে সক্ষম হন।

তবে অল্প বয়স, অনভিজ্ঞতা ও মুসলমান হওয়ায় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয় তাকে।

তবে সব সমালোচনা ছাপিয়ে যায় তার নির্বাচনী অঙ্গীকার ও নিউইয়র্ক সিটি নিয়ে তার নানা পরিকল্পনা। প্রচারণার পুরো সময় তিনি নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দেন। আর ভোটারদের মন জয়ে তার এই পরিকল্পনা দারুণভাবে কাজ দেয়।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত