আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত আদালতে বহাল

আমার দেশ অনলাইন

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত আদালতে বহাল
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দক্ষ বিদেশি কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে গুণতে হবে এক লাখ ডলার। গত সেপ্টেম্বরে এমন একটি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইচ-১বি ভিসা ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন ২০ অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। তবে ফি বাড়ানোর এই সিদ্ধান্ত বহাল রেখেছে দেশটির একটি আদালত।

মামলার অভিযোগপত্রে প্রধান বাদি রব বনতা বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এইচ-১বি ভিসার ফি এক লাখ ডলারে উন্নীত করেছে, যা অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবৈধ। এই পদক্ষেপের জেরে ভিসার জন্য আবেদনে আবেদনে ইচ্ছুকরা চাপে রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে শ্রম বাজারে ঘাটতি দেখা দিয়েছে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার ৫৬ পৃষ্ঠার একটি রায়ে মার্কিন ফেডারেল বিচারক বেরিল হাওয়েল এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখেন। তবে রায়ে তিনি স্বীকার করে নেন, এরফলে যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। রায়ে বলা হয়, অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন মনে হলে, সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আইনগত কর্তৃত্ব প্রেসিডেন্টের আছে।

এইচ-ওয়ানবি ভিসা কর্মসূচির সমালোচকরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছেন, এই ভিসা মার্কিন কর্মীদের জন্য কাজের সুযোগ নষ্ট করছে। অন্যদিকে যারা এই কর্মসূচির পক্ষে, তাদের যুক্তি, এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বজুড়ে শীর্ষ প্রতিভাবানদের আকর্ষণ করার সুযোগ তৈরি করে দিচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন