আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন
সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

সিডনির বন্ডি বিচে ভয়াবহ বন্দুক হামলার সময় সাহসিকতার সঙ্গে এক বন্দুকধারীকে থামানো মুসলিম ব্যক্তি আহমেদ আল আহমেদকে “অস্ট্রেলিয়ান জাতীয় হিরো” হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বিজ্ঞাপন

মঙ্গলবার প্রধানমন্ত্রী দক্ষিণ সিডনির সেন্ট জর্জ হাসপাতালে গিয়ে আহত আহমেদ আল আহমেদের সঙ্গে দেখা করেন। হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে ৪৩ বছর বয়সী দুই সন্তানের এই জনককে তিনি তার অসাধারণ সাহস ও আত্মত্যাগের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, সন্ত্রাসের মুখে আহমেদের কাজ জাতীয় ঐক্যের প্রতীক হয়ে থাকবে।

আলবানিজ পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ লেখেন, “আহমেদ, তুমি একজন অস্ট্রেলিয়ান বীর। অন্যদের বাঁচাতে তুমি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছ। সবচেয়ে অন্ধকার সময়েই আমরা অস্ট্রেলিয়ানদের সেরা দিকটা দেখতে পাই।”

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, হামলার সময় আহমেদ আল আহমেদ বন্দুকধারীদের একজনের ওপর ঝাঁপিয়ে পড়েন। গুলি চালানোর পর তার অস্ত্র কেড়ে নিয়ে বন্দুকধারীর দিকে তাক করে ধরলে হামলাকারী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ সময় আহমেদ নিজে একাধিকবার গুলিবিদ্ধ হন এবং তার বাহু ও কাঁধে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভয় ও ঘৃণা দিয়ে দেশকে বিভক্ত হতে দেওয়া যাবে না।

“সন্ত্রাসীরা সেটাই চায়। কিন্তু আমরা বিভক্ত হব না। আমরা একে অপরকে আলিঙ্গন করব, ঐক্যবদ্ধ থাকব এবং এই সংকট কাটিয়ে উঠব,” বলেন আলবানিজ।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ২৪ বছর বয়সী ছেলে জনতার ওপর গুলি চালায়। এতে ১৫ জন নিহত হন এবং অন্তত ৪২ জন আহত হয়ে সিডনির বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। হামলাকারীদের একজন ঘটনাস্থলেই নিহত হন, অন্যজন গুরুতর আহত অবস্থায় পুলিশি পাহারায় চিকিৎসাধীন।

কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা করেছে এবং হামলার উদ্দেশ্য ও সম্ভাব্য যোগাযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এই হামলা অস্ট্রেলিয়াজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে। নিহতদের স্মরণে সিডনির বিভিন্ন স্থানে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে এবং সোমবার রাতে বন্ডি সমুদ্র সৈকতে মোমবাতি প্রজ্বালন ও জাগরণ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন