ইন্দোনেশিয়ার সরকার টিকটকের অপারেটিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির যোগাযোগ ও ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাসে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে লাইভ ফিচারের কার্যক্রমের পর্যাপ্ত তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের ডিজিটাল স্পেস সুপারভিশনের মহাপরিচালক আলেকজান্ডার সাবার এক বিবৃতিতে বলেন, “টিকটক কেবল আংশিক তথ্য প্রদান করেছে। এই সিদ্ধান্ত সরকারের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।”
সরকার বিশেষভাবে চেয়েছিল অনলাইন জুয়ার সন্দেহভাজন অ্যাকাউন্টগুলোর লাইভ কার্যক্রম ও তথাকথিত নগদীকরণের (মোনিটাইজেশন) সঙ্গে সম্পর্কিত ট্র্যাফিকসহ অন্যান্য তথ্য। টিকটককে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহে ব্যর্থ হয়।
এদিকে, টিকটক বলেছে তারা যেসব দেশে কাজ করে, সেই বাজারগুলোর আইনের প্রতি শ্রদ্ধাশীল।
উল্লেখ্য, এই পদক্ষেপ ইন্দোনেশিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর সরকারি নজরদারির মাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

