আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

গিনি-বিসাউয়ে সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট গ্রেপ্তার
ছবি: আল জাজিরা

আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী বিসাউয়ে নির্বাচন কমিশনের সদর দপ্তর, প্রেসিডেন্ট প্রাসাদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে টানা গুলিবর্ষণের শব্দ শোনা যায়। এরপরই সেনা কর্মকর্তারা ক্ষমতা দখলের ঘোষণা দেন। খবর আল জাজিরার।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে দুইজন শীর্ষস্থানীয় প্রার্থী নিজেদের বিজয়ী ঘোষণার একদিন পর সেনাবাহিনী ক্ষমতা দখল করল।

বিজ্ঞাপন

বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করা থাকবে।

স্থল, আকাশ এবং সমুদ্র সীমান্ত বন্ধ এবং রাত্রিকালীন কারফিউ জারি করারও নির্দেশ দিয়েছে সেনাবাহিনী।

তাদের দাবি, অজ্ঞাত কয়েকজন রাজনীতিক এবং তাদের পেছনে থাকা ‘একজন পরিচিত মাদক চোরাকারবারির’ সহায়তায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছিল। আর এটি ঠেকাতেই তারা হস্তক্ষেপ করেছেন।

সংবাদমাধ্যম বলছে, বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের কথা ছিল। এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস— দুজনই নিজেদের বিজয় দাবি করেছিলেন। দিয়াসকে সমর্থন দিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা, কারণ তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা থেকে বাদ পড়েছিলেন।

এদিকে সামরিক অভ্যুত্থানের বুধবার বিকেলে প্রেসিডেন্ট এমবালো ফরাসি গণমাধ্যম ফ্রান্স ২৪–কে ফোনে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।’

এছাড়া সরকারি সূত্র পরে বিবিসিকে জানায়, দিয়াস, পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকেও আটক করেছে সেনারা। একই সঙ্গে সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি জেনারেল মামাদু তুরেকেও আটক করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন