আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিডনিতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬

আমার দেশ অনলাইন
সিডনিতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬
ছবি: আল জাজিরা

অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন হামলাকারীও রয়েছে। আহত হয়েছেন আরো ৪০ জন।

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার মাল ল্যানিয়ন জানিয়েছেন, ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলেই নিহত হন। আর ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদি সম্প্রদায়ের হানুকা উৎসব উদযাপন চলাকালে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার সময় ঘটনাস্থলে ছিলেন প্রায় দুই হাজার মানুষ।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘যে দিনটি আনন্দের হওয়ার কথা ছিল, সেই দিনেই অস্ট্রেলীয়দের লক্ষ্য করে সৈকতে এই হামলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এই হামলা সন্ত্রাসী, ইহুদিবিদ্বেষী অশুভ তৎপরতা, যা আমাদের জাতির প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে। এই ধরনের জঘন্য সহিংসতা ও ঘৃণার কোনো স্থান অস্ট্রেলিয়ায় নেই।’

অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন কঠোর করার অঙ্গীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার পর তিনি একথা জানান।

অস্ট্রেলিয়ার এ হামলার ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন