ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে ভয়াবহ আগুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৮: ৩৬

রাশিয়ার সোচি শহরে রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। রোববার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ বলেন, গত রাতে ইউক্রেনের ড্রোন হামলায় সোচি আক্রান্ত হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ একটি তেল ট্যাংকে আঘাত হানে। এতে সেখানে আগুন লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২৭ জন দমকলকর্মী কাজ করছেন।

ড্রোন হামলার কারণে সোচি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছে রাশিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা রাসাভিয়াৎসিয়া। তবে কিছুক্ষণ পরই বিমানবন্দরটি চালু করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে।

ইউক্রেন সীমান্ত থেকে সোচি শহর প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরে। অন্যান্য রুশ শহরের তুলনায় সোচিতে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঘটনা বেশ বিরল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শুধু শনিবার রাতেই তারা ৯৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে ৬০টি ছিল কৃষ্ণসাগর অঞ্চলে।

অন্যদিকে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত