আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে ৫ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে ৫ লাখের বেশি অ্যাকাউন্ট বন্ধ
ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়াতে ৫ লাখেরও বেশি ফেসবুক ও ইনস্টগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর তাদের প্ল্যাটফর্মে পরিচালিত ৫ লাখ ৪৪ হাজারের বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

আনাদোলু এজেন্সির সংবাদে এসেছে, গত ১০ ডিসেম্বর অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। এই সিদ্ধান্তের ফলে কিশোর-কিশোরীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ বড় সব প্ল্যাটফর্মে প্রোফাইল খোলা, ব্যবহার বা রক্ষণাবেক্ষণ নিষিদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

রোববার প্রকাশিত এক ব্লগ পোস্টে মেটা জানায়, ৪ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইনস্টাগ্রামে ৩ লাখ ৩০ হাজার ৬৩৯টি, ফেসবুকে ১ লাখ ৭৩ হাজার ৪৯৭টি এবং থ্রেডসে ৩৯ হাজার ৯১৬টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব অ্যাকাউন্ট ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের দ্বারা পরিচালিত ছিল বলে দাবি করছে মেটা।

মেটার বিবৃতিতে বলা হয়, তারা অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার আহ্বান জানাচ্ছে, যাতে সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে শিশুদের জন্য নিরাপদ, গোপনীয়তা-সংরক্ষণকারী ও বয়স-উপযোগী অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করার পথ খোঁজা যায়। কোম্পানিটি মনে করে, পুরো শিল্পখাতকে একযোগে মান উন্নয়নের দিকে এগিয়ে নেওয়াই হবে বেশি কার্যকর সমাধান।

তবে মেটা জোর দিয়ে বলেছে, তারা অস্ট্রেলিয়ার আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অনলাইনে বয়স নির্ধারণের জন্য স্পষ্ট ও অভিন্ন শিল্পমান না থাকায় তাদের উদ্বেগ এখনো রয়ে গেছে বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন