আমার দেশ অনলাইন
জাপানের ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল একসঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছে। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সোমবার (আজ) জোট সরকার গঠনের চুক্তি চূড়ান্ত হতে পারে। রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানায়ে তাকাইচি ও ডানপন্থি ছোট দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) প্রধান হিরোফুমি ইয়োশিমুরা চুক্তিতে স্বাক্ষর করবেন।
চলতি মাসের শুরুতে ক্ষমতাসীন এলডিপি নেতা নির্বাচিত হন তাকাইচি। কিন্তু তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারেননি তাকাইচি। তখন থেকে নতুন জোট গঠনের চেষ্টা করে আসছে এলডিপি। ফলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আবারও জোরদার হয়েছে। তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে তার দল।
কিয়োদো জানিয়েছে, রোববার ওসাকায় নির্বাহী বোর্ডের বৈঠক করেছে জেআইপি। দলটি আজ পার্লামেন্ট সদস্যদের পূর্ণাঙ্গ সভায় এলডিপির সঙ্গে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে।
জাপানের শীর্ষস্থানীয় দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, সোমবার আলোচনার পর জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তাকাইচি ও ইয়োশিমুরা।
জেআইপি নেতা ফুমিতাকে ফুজিতা এলডিপির সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে গত শুক্রবার জানান, দুদলের মধ্যে জোটের আলোচনায় ‘বড় অগ্রগতি’হয়েছে।
দুদলের আনুষ্ঠানিকভাবে জোট গঠিত হলে কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি। যদিও প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দুদলের জোট হওয়ার পরও আরো দুটি আসনের ঘাটতি থাকবে। তবে দ্বিতীয় দফায় ভোট হলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকাইচিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশিসংখ্যক সংসদ সদস্যের সমর্থন পেতে হবে।
সম্প্রতি এলডিপির দীর্ঘদিনের অংশীদল কোমেইতো ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ত্যাগ করার পর রাজনৈতিক সংকটে পড়ে জাপান। এরপর থেকেই দেশটিতে নতুন জোট সরকার গঠনের আলোচনা শুরু হয়।
জাপানের ক্ষমতাসীন দল ও প্রধান বিরোধী দল একসঙ্গে জোট সরকার গঠন করতে যাচ্ছে। এতে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সানায়ে তাকাইচির জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থা রোববার জানিয়েছে, সোমবার (আজ) জোট সরকার গঠনের চুক্তি চূড়ান্ত হতে পারে। রক্ষণশীল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা সানায়ে তাকাইচি ও ডানপন্থি ছোট দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) প্রধান হিরোফুমি ইয়োশিমুরা চুক্তিতে স্বাক্ষর করবেন।
চলতি মাসের শুরুতে ক্ষমতাসীন এলডিপি নেতা নির্বাচিত হন তাকাইচি। কিন্তু তার নেতৃত্বাধীন জোট সরকার ভেঙে যাওয়ায় প্রধানমন্ত্রী হতে পারেননি তাকাইচি। তখন থেকে নতুন জোট গঠনের চেষ্টা করে আসছে এলডিপি। ফলে তার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আবারও জোরদার হয়েছে। তাকাইচিকে জোট গঠনের দায়িত্ব দিয়েছে তার দল।
কিয়োদো জানিয়েছে, রোববার ওসাকায় নির্বাহী বোর্ডের বৈঠক করেছে জেআইপি। দলটি আজ পার্লামেন্ট সদস্যদের পূর্ণাঙ্গ সভায় এলডিপির সঙ্গে চুক্তির চূড়ান্ত অনুমোদন দেবে।
জাপানের শীর্ষস্থানীয় দৈনিক ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, সোমবার আলোচনার পর জোট সরকার গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে পারেন তাকাইচি ও ইয়োশিমুরা।
জেআইপি নেতা ফুমিতাকে ফুজিতা এলডিপির সঙ্গে চুক্তির সম্ভাবনা প্রসঙ্গে গত শুক্রবার জানান, দুদলের মধ্যে জোটের আলোচনায় ‘বড় অগ্রগতি’হয়েছে।
দুদলের আনুষ্ঠানিকভাবে জোট গঠিত হলে কাল মঙ্গলবার প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি। যদিও প্রধানমন্ত্রী হতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দুদলের জোট হওয়ার পরও আরো দুটি আসনের ঘাটতি থাকবে। তবে দ্বিতীয় দফায় ভোট হলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকাইচিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশিসংখ্যক সংসদ সদস্যের সমর্থন পেতে হবে।
সম্প্রতি এলডিপির দীর্ঘদিনের অংশীদল কোমেইতো ২৬ বছর পর ক্ষমতাসীন জোট ত্যাগ করার পর রাজনৈতিক সংকটে পড়ে জাপান। এরপর থেকেই দেশটিতে নতুন জোট সরকার গঠনের আলোচনা শুরু হয়।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
৬ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১১ ঘণ্টা আগে