ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ২২
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আহত হয়েছেন অন্তত ২৯ জন মানুষ। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১৭ আগস্ট) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর জাকার্তা পোস্টের।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। এ সময় আশপাশের এলাকায় ব্যাপক কম্পন তৈরি হয়।

বিজ্ঞাপন

এরআগে গত সপ্তাগে পাপুয়াতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো পাপুয়ার আবেপুরা শহর থেকে প্রায় ১৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত, যা অত্যন্ত ভূমিকম্প সক্রিয় অঞ্চল। এখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়েছে, যা অনেক ভূমিকম্প সৃষ্টি করে। ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসিকেতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।

২০১৮ সালে, সুলাওয়েসির পালুতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী সুনামিতে দুই হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। আর ২০০৪ সালে আচেহ প্রদেশে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। মারা যায় এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত