দুর্নীতির দায়ে ৯ শীর্ষ জেনারেলকে বহিষ্কার করলো চীন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ২১: ০১

চীনের কমিউনিস্ট পার্টি দুর্নীতির অভিযোগে সেনাবাহিনীর নয়জন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করেছে। কয়েক দশকের মধ্যে এটি সেনাবাহিনীর ওপর সর্ববৃহৎ প্রকাশ্য অভিযানের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , বহিষ্কৃত কর্মকর্তারা গুরুতর আর্থিক অপরাধের জন্য সন্দেহভাজন এবং পার্টির শৃঙ্খলা গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। তাদেরকে সামরিক বাহিনীর সদস্যপদ থেকেও অপসারণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সামরিক বিচারের প্রক্রিয়া শুরু করা হবে।

বহিষ্কৃত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হি ওয়েইডং, কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান; মিয়াও হুয়া, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের পরিচালক; হি হংজুন, সিএমসির রাজনৈতিক কর্ম বিভাগের নির্বাহী উপ-পরিচালক; ওয়াং শিউবিন, সিএমসির জয়েন্ট অপারেশন কমান্ড সেন্টারের নির্বাহী উপ-পরিচালক; লিন জিয়াংইয়াং, পূর্ব থিয়েটার কমান্ডার; কিং শুটং, সেনাবাহিনীর রাজনৈতিক কমিশার; ইউয়ান হুয়াজি, নৌবাহিনীর রাজনৈতিক কমিশার; ওয়াং হুবিন, রকেট ফোর্সেস কমান্ডার; এবং ওয়াং চুনিং, সশস্ত্র পুলিশ বাহিনীর কমান্ডার। হি ওয়েইডংকে চীনের সামরিক কাঠামোর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা হিসেবে অত্যন্ত বিশিষ্ট গণ্য করা হতো; তিনি পলিটব্যুরোর সদস্যও ছিলেন এবং তিনিই প্রথম পলিটব্যুরোর সদস্য যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হচ্ছে।

বহিষ্কারের ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন শিগগির আহ্বান করা হয়েছে। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী এই পদক্ষেপটি পার্টি ও সেনাবাহিনীতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির প্রতিফলন। অপরদিকে বিশ্লেষকরা এ ঘটনার রাজনৈতিক ব্যাখ্যাও প্রদান করছেন এবং বলছেন যে এটি আসন্ন অধিবেশনের আগে শক্তি পুনর্বিন্যাস বা রাজনৈতিক শুদ্ধিকরণের অংশ হিসেবে দেখা যেতে পারে।

গত বছরে সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুও সিএমসি থেকে অপসারণ করা হয়েছিলো, এবং এই বহিষ্কার অভিযান দেখে বোঝা যাচ্ছে যে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ওপর চলা তদন্ত আরও বিস্তৃত হচ্ছে। সামরিক ও রাজনৈতিক পর্যায়ে যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো আসন্ন নীতি এবং নেতৃত্বের দিক নির্দেশনায় কিভাবে প্রতিফলিত হবে তা এখন নজরে রাখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত