ইসরাইল থাকলে বিশ্বকাপ খেলবে না স্পেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ১৪
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৪

ইসরাইল ২০২৬ ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলে স্পেন নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করতে পারে—এমন হুমকি দিয়েছেন স্পেনের শীর্ষ রাজনীতিবিদরা। গাজায় চলমান ইসরাইলি অভিযানের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ স্পেন এই সিদ্ধান্ত বিবেচনা করছে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার স্পেনের প্রভাবশালী ক্রীড়া দৈনিক মার্কা জানায়, কংগ্রেসে সমাজতান্ত্রিক দলের মুখপাত্র প্যাটক্সি লোপেজ স্পষ্ট করেন যে, ইসরাইল যদি বিশ্বকাপে অংশ নেয়, তবে স্পেন টুর্নামেন্ট বয়কট করতে পারে।

সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লোপেজ বলেন, ‘ইসরাইল এখন স্থলপথে গাজা উপত্যকায় আক্রমণ চালাচ্ছে, এবং এর বিরুদ্ধে প্রতিক্রিয়া প্রয়োজন। আমাদের নীরবতা এবং নিষ্ক্রিয়তা সহ্যযোগ্য নয়। প্রতিদিন সংবাদমাধ্যমে যে নির্মম দৃশ্য আমরা দেখি, তা স্প্যানিশ সমাজের বিশাল অংশ আর মেনে নিতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘শিশুদের হত্যা, অনাহারে থাকা মানুষদের গুলিবিদ্ধ করা, শহর ধ্বংস করে সেখানে রিসোর্ট নির্মাণের চেষ্টা—এসবই একটি গণহত্যার উদাহরণ।’

লোপেজ স্পেনের ক্রীড়া অঙ্গনের নৈতিক অবস্থানের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘ক্রীড়া ও রাজনীতি পরস্পর বিচ্ছিন্ন নয়। ন্যায়বিচারের প্রশ্নে স্পেন চুপ থাকতে পারে না।’

এই মন্তব্যের ফলে স্পেনের সম্ভাব্য বিশ্বকাপ বয়কট আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফিফা এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত