আসিয়ান সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ১০: ০১
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০: ০২
ছবি: আল জাজিরা

কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। পাঁচ দিনের এ সফরে উত্তর কোরিয়া ও জাপানেও যাবেন তিনি। খবর আল জাজিরার।

৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর রোাবারের আলোচনায় মার্কিন শুল্ক এবং বিরল খনিজ পদার্থের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ট্রাম্প।

আসিয়ান সম্মেলনকে ঘিরে কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত