গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব

উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব অত্যাবশ্যক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩৫
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব কৌশলগতভাবে অত্যাবশ্যক বলে জানিয়েছেন গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জসিম আলবুদাইভি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা আদোলুর।

জিসিসিভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

বিজ্ঞাপন

আলবুদাইভি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে অংশীদারিত্ব ‘একটি কৌশলগত প্রয়োজনীয়তা, যা সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করে।

তিনি গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘উপসাগরীয় রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন জিসিসিভুক্ত সকল দেশের বিরুদ্ধে আগ্রাসন।’

ইসরাইলের ওই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।

এসময় আলবুদাইবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দেন।

জিসিসি প্রধান সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্বের কথাও তুলে ধরেন। বলেন, সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার একটি মৌলিক স্তম্ভ।

এছাড়া যুক্তরাজ্যের সঙ্গেও বৈঠকে করেছে জিসিসি। বৈঠকে গাজা যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও টেকসই নিষ্পত্তির সকল প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে জিসিসি এবং যুক্তরাজ্য।

জিসিসির পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।

উভয় পক্ষ শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন এবং অস্থিতিশীলতা মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে জিসিসির প্রচেষ্টার প্রশংসা করেছে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত