গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব
আমার দেশ অনলাইন
পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব কৌশলগতভাবে অত্যাবশ্যক বলে জানিয়েছেন গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জসিম আলবুদাইভি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা আদোলুর।
জিসিসিভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
আলবুদাইভি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে অংশীদারিত্ব ‘একটি কৌশলগত প্রয়োজনীয়তা, যা সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘উপসাগরীয় রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন জিসিসিভুক্ত সকল দেশের বিরুদ্ধে আগ্রাসন।’
ইসরাইলের ওই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
এসময় আলবুদাইবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দেন।
জিসিসি প্রধান সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্বের কথাও তুলে ধরেন। বলেন, সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার একটি মৌলিক স্তম্ভ।
এছাড়া যুক্তরাজ্যের সঙ্গেও বৈঠকে করেছে জিসিসি। বৈঠকে গাজা যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও টেকসই নিষ্পত্তির সকল প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে জিসিসি এবং যুক্তরাজ্য।
জিসিসির পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।
উভয় পক্ষ শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন এবং অস্থিতিশীলতা মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে জিসিসির প্রচেষ্টার প্রশংসা করেছে।
আরএ
পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব কৌশলগতভাবে অত্যাবশ্যক বলে জানিয়েছেন গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জসিম আলবুদাইভি। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে জিসিসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি এই মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা আদোলুর।
জিসিসিভুক্ত দেশগুলো হলো বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
আলবুদাইভি জোর দিয়ে বলেন, ওয়াশিংটনের সঙ্গে অংশীদারিত্ব ‘একটি কৌশলগত প্রয়োজনীয়তা, যা সকলের জন্য নিরাপত্তা নিশ্চিত করে।
তিনি গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘উপসাগরীয় রাষ্ট্রের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন জিসিসিভুক্ত সকল দেশের বিরুদ্ধে আগ্রাসন।’
ইসরাইলের ওই হামলায় পাঁচ হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন।
এসময় আলবুদাইবি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার উপর জোর দেন।
জিসিসি প্রধান সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুত্বের কথাও তুলে ধরেন। বলেন, সিরিয়ার নিরাপত্তা এবং স্থিতিশীলতা আঞ্চলিক স্থিতিশীলতার একটি মৌলিক স্তম্ভ।
এছাড়া যুক্তরাজ্যের সঙ্গেও বৈঠকে করেছে জিসিসি। বৈঠকে গাজা যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও টেকসই নিষ্পত্তির সকল প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে জিসিসি এবং যুক্তরাজ্য।
জিসিসির পররাষ্ট্রমন্ত্রী এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে একথা জানানো হয়।
উভয় পক্ষ শান্তি প্রতিষ্ঠা, সংঘাত নিরসন এবং অস্থিতিশীলতা মোকাবেলায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং মধ্যস্থতা, সংলাপ এবং পারস্পরিক বোঝাপড়া জোরদার করার মাধ্যমে আঞ্চলিক সংঘাতের অবসান ঘটাতে জিসিসির প্রচেষ্টার প্রশংসা করেছে।
আরএ
আরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৩২ মিনিট আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
১ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
১ ঘণ্টা আগেগুগলের ক্রোমকে চ্যালেঞ্জ জানাতে নিজস্ব ওয়েব ব্রাউজার উন্মোচন করেছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। ওপেনএআই তাদের নতুন এই ব্রাউজারের নাম দিয়েছে ‘চ্যাটজিপিটি অ্যাটলাস’।
১ ঘণ্টা আগে