লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। একটি মোটরসাইকেল ও দুটি গাড়িতে এই হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। গত বছরের যুদ্ধবিরতি চুক্তির সবশেষ লঙ্ঘন ইসরাইলের এই হামলা। খবর মিডল ইস্ট মনিটরের।
বিবৃতিতে জানানো হয়েছে, বিনতে জবাইল জেলার ইয়াতের শহরে একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় একজন নিহত এবং আরো একজন আহত হয়।
এছাড়া টায়ারের জোয়াইয়া শহরে একটি গাড়িতে ইসরাইলি ড্রোন হামলায় আরো একজন নিহত হন।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননের ইয়াতের এবং বিনতে জবাইলে তাদের পৃথক হামলায় দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর আরো একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় তিনি মারা গেছেন কিনা এখনো নিশ্চিত নয়।
ইসরাইলি বিবৃতির বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
২০২৪ সালে তেলআবিব ও বৈরুতের মধ্যে যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল। যুদ্ধবিরতির অধীনে এ বছরের জানুয়ারিতে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। তবে তারা কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
আরএ


অস্ত্র রাখা হামাসের বৈধ অধিকার: আল-হায়া
পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত