পাকিস্তান-আফগানিস্তান সংঘর্ষ নিয়ে যা বলছে ইরান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৩: ৫৮
ছবি: সংগৃহীত

পাক-আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।

রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে উদ্বেগ জানিয়ে, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছেন।

বিজ্ঞাপন

দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংযম এবং উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংলাপ শুরু করার আহ্বান জানান বাঘেয়ি।

তিনি উল্লেখ করেন, ইরান আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর মৌলিকভাবে গুরুত্ব দেয়। তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য তেহরান প্রস্তুতি রয়েছে বলে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত