আমার দেশ অনলাইন
পাক-আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে উদ্বেগ জানিয়ে, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছেন।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংযম এবং উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংলাপ শুরু করার আহ্বান জানান বাঘেয়ি।
তিনি উল্লেখ করেন, ইরান আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর মৌলিকভাবে গুরুত্ব দেয়। তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য তেহরান প্রস্তুতি রয়েছে বলে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
আরএ
পাক-আফগান সীমান্তে তালেবান ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। তবে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের সঠিক তথ্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ইরান। খবর বার্তা সংস্থা মেহেরের।
রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে উদ্বেগ জানিয়ে, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজনীয়তা ওপর জোর দিয়েছেন।
দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে এবং কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য সংযম এবং উভয় পক্ষের মধ্যে তাৎক্ষণিক সংলাপ শুরু করার আহ্বান জানান বাঘেয়ি।
তিনি উল্লেখ করেন, ইরান আশেপাশের পরিবেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর মৌলিকভাবে গুরুত্ব দেয়। তিনি প্রতিবেশী মুসলিম দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা করার জন্য তেহরান প্রস্তুতি রয়েছে বলে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
আরএ
নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, দখলদার শক্তি হিসেবে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে সুযোগ করে দিতে বাধ্য ইসরাইল। বুধবার আইসিজে গাজায় ত্রাণ সরবরাহের বিষয়ে জারি করা আদেশে এ মন্তব্য করে।
৩০ মিনিট আগেআরব সাগরে অভিযান চালিয়ে প্রায় এক বিলিয়ন ডলারের মাদক জব্দ করেছে পাকিস্তানের নৌবাহিনী। বুধবার (২২ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন যৌথ সামুদ্রিক জোট কম্বাইন্ড মেরিটাইম ফোর্সেস (সিএমএফ)-এর অংশ হিসেবে পাকিস্তানি নৌবাহিনী এ অভিযান পরিচালনা করা হয়।
৪ ঘণ্টা আগেখামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্টে জানান, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়ে আমেরিকার নানা প্রান্তে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। যদি আপনি (ট্রাম্প) এতটাই সক্ষম হন, তবে বিক্ষোভকে দমন করুন।
৫ ঘণ্টা আগেহোয়াইট হাউস দাবি করছে, এই প্রকল্পে সরকারি অর্থ ব্যবহার হবে না, বরং ভবিষ্যতের প্রশাসনগুলিও সুবিধা পাবে। তবে বিশেষজ্ঞদের মতে, বলরুমটি ভবিষ্যতে রাজনৈতিক ফান্ডরেইজিংয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—যা সরকারি প্রভাবের বিনিময়ে অর্থ আদায়ের নতুন রূপ।
৫ ঘণ্টা আগে