এসসিও সম্মেলনে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে যা বললেন পুতিন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৬

চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি জানান, গত মাসে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে একটি বোঝাপড়ায় পৌঁছেছেন।

সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয় , পুতিন স্পষ্ট করেননি যে, তিনি ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত কিনা। এদিকে, জেলেনস্কি এই আলোচনার বিষয়ে প্রতিক্রিয়ার জন্য সোমবারের একটি সময়সীমা বেঁধে দিয়েছেন।

পুতিন সম্মেলনে বক্তব্য রাখার সময় ইউক্রেনে রাশিয়ার হামলার সিদ্ধান্তকে আবারও সঠিক বলে দাবি করেন এবং যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন। তিনি বলেন, এই সংকট রাশিয়ার আগ্রাসনের কারণে নয়, বরং ইউক্রেনে পশ্চিমা-সমর্থিত অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হয়েছে। একইসঙ্গে ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার পশ্চিমাদের চেষ্টাকেই যুদ্ধের মূল কারণ হিসেবে তুলে ধরেন।

আলাস্কার বৈঠকের পর, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, পুতিন একটি সম্ভাব্য ভবিষ্যতের শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের জন্য নিরাপত্তা গ্যারান্টিতে সম্মত হয়েছেন। এই নিরাপত্তা কাঠামো ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের অনুরূপ হতে পারে বলে জানানো হয়েছে, যদিও মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা আসেনি।

সম্মেলনে পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ইউক্রেন সংকট সমাধানে চীন ও ভারতের প্রচেষ্টা ও সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান।

এদিকে গত বৃহস্পতিবার ও রাশিয়া ইউক্রেনে একটি বড় আকারের বিমান হামলা চালায়। মস্কো কিয়েভে ৬২৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ২৩ জন নিহত হয়। এটি যুদ্ধের অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হয়েছে এবং ইউরোপীয় নেতাদের তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ সৃষ্টি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত