ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৪

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১: ৩৭
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১১: ৪৪
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটি ৭০ জন যাত্রী নিয়ে হায়দরাবাদ যাচ্ছিল। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ জানায়, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাওয়ার পথে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাকে থাকা নুড়িপাথর বাসের উপর পড়ে যায়, এতে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়েন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সংঘর্ষের তীব্রতা এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই অনেক যাত্রী মারা যান। পাথর বোঝাই ট্রাকটি রাস্তার ভুল দিকে ছিল।

কর্তৃপক্ষ এখনো সংঘর্ষের কারণ তদন্ত করছে। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতি এবং ট্রাক চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বাস এবং ট্রাকের চালক, সেইসাথে মাসহ ১০ মাস বয়সী একটি শিশুও ছিল। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছিলেন এবং স্থানীয়রা তাদের সাহায্যে ছুটে আসেন।

এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত