গোপনে প্রতিরক্ষা নথি রাখার অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি গ্রেপ্তার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৬: ১৪
ছবি: বিবিসি

অবৈধভাবে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য নিজের কাছে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষক অ্যাশলে জে টেলিস। মঙ্গলবার মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, টেলিসের ভার্জিনিয়ার বাড়ি থেকে কয়েক হাজার পৃষ্ঠার ‘গোপন’ নথি উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।

অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি টেলিস। তার আইনজীবী ডেবোরা কার্টিস বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ‘আমরা শুনানির জন্য অপেক্ষা করছি। আদালতে প্রমাণ উপস্থাপন করবো।’

বিজ্ঞাপন

৬৪ বছর বয়সি এই কূটনীতিক একসময় মার্কিন প্রশাসনে কাজ করেছেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে প্রতিরক্ষা বিভাগের অফিস অব নেট অ্যাসেসমেন্টে কাজ করছেন।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য রাখার পাশাপাশি তার বিরুদ্ধে চিনের কর্মকর্তাদের সাথে গোপনে সাক্ষাতের অভিযোগও আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে ১০ বছরের কারাদণ্ড এবং দুই লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে তার।

ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত ওই কূটনীতিকের বিরুদ্ধে ফেডারেল তদন্ত শুরু হয়। গত সপ্তাহের শেষ দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়ে টেলিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তুলে ধরেন মার্কিন অ্যাটর্নি লিন্ডসে হ্যালিগান। হ্যালিগান বলেন, ‘অভিযুক্তের আচরণ আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।’

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত টেলিসকে নির্দোষ বলেই ধরে নেয়া হবে।

টেলিসের জন্ম মুম্বইয়ে। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স কলেজে। তারপর শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন টেলিস। ২০০১ সালে যোগ দেন মার্কিন সরকারে। তারপর থেকে দক্ষিণ এশীয় নিরাপত্তা এবং মার্কিন-ভারত পারস্পরিক সম্পর্কের বিষয়ে ওয়াশিংটনের অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় টেলিসকেই।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত