নেপালে বিক্ষোভে নিহতদের পরিবারকে ক্ষতিপুরণ দেয়ার ঘোষণা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৫
ছবি: দ্য হিমালয়ান টাইমস

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন সুশীলা কার্কি। আজ রোববার দায়িত্বপালন শুরুর আগে সকালে লৈনচাউরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। খবর দ্য হিমালয়ান টাইমসের

প্রধানমন্ত্রী কার্কি জেন-জিদের বিক্ষোভের সময় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার একটি প্রস্তাবে সই করেছেন। সেইসঙ্গে নিহতদের শহীদ হিসেবেও ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

১৩৪ জন আহত বিক্ষোভকারী এবং ৫৭ জন আহত পুলিশ সদস্যের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বিক্ষোভের সময় ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে বিক্ষোভে নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে, যার মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।

এদিকে, আগামী নির্বাচন সফল করতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। তিনি এ নির্বাচনকে দেশটির গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। আগামী বছরের ৫ মার্চ নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

আরএ

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত