ইয়েমেনে পাকিস্তানের ক্রুবাহী জাহাজে ইসরাইলি হামলা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ২৭
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইয়েমেনের একটি বন্দরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইসরাইল। ট্যাংকারটিতে ২৪ জন পাকিস্তানিসহ ২৭ জন ক্রু ছিলেন। খবর দ্য ডনের।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাস ইসা বন্দরে নোঙর করার সময় জাহাজটিতে হামলা চালায় ইসরাইল।

বিজ্ঞাপন

ইসরাইল প্রায়ই ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে।

নাকভি জানান, পাকিস্তানি ছাড়াও, এলপিজি ট্যাঙ্কারে দুইজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ছিলেন ক্রু ছিলেন। জাহাজের ক্যাপ্টেনও পাকিস্তানি।

নাকভি আরো বলেন, হামলার পর একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, তবে ক্রুরা আগুন নেভাতে সক্ষম হযন।

তিনি জানান, ট্যাঙ্কার এবং এর ক্রুদের ছেড়ে দিয়েছে হুথিরা। তারা এখন ইয়েমেনি জলসীমার বাইরে রয়েছেন।

পাকিস্তান কর্তৃপক্ষ জানায়, ১৭ সেপ্টেম্বর ইয়েমেন উপকূলে হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। হামলার খবর পাওয়ার পর, সংশ্লিষ্ট পাকিস্তান দূতাবাসগুলো ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইয়েমেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। ক্রুরা সবাই নিরাপদ রয়েছেন বলে জানিয়ে কর্তৃপক্ষ।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত