আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ইসরাইলি হামলায় ৯০ ছাড়াল নিহতের সংখ্যা

আতিকুর রহমান নগরী

গাজায় ইসরাইলি হামলায় ৯০ ছাড়াল নিহতের সংখ্যা
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালানো বন্ধ করেনি ইসরাইল। মঙ্গলবার রাতভর চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২৪ জনই শিশু। বুধবার আল জাজিরার এক প্রতিবেদেন একথা জানানো হয়।

দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। গুলি বিনিময়ে এক ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে করেছে তেলআবিব।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতভর বিমান ও ড্রোন হামলা চালায় ইসরাইল। মধ্য গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪২ জনের মধ্যে ১৮ জন একই পরিবারের। এছাড়া দক্ষিণ গাজায় ১৮ জন এবং উত্তর গাজায় ৩১ জন নিহত হয়েছে।

গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলা হয়েছে। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহের পূর্বে অবস্থিত এলাকাগুলোতে কামানের গোলাবর্ষণ করা হয়। গাজা সিটির শিফা মেডিকেল কমপ্লেক্সের আশেপাশেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

গাজা সিটির একটি আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হামলায় ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন ফিলিস্তিনি আটকা পড়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো কিছুই গাজা যুদ্ধবিরতি চুক্তিকে ঝুঁকিতে ফেলবে না।

জাপান থেকে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সবশেষ হামলার কথা তিনি শুনেছেন। ইসরাইলিরা পাল্টা আক্রমণ করেছে।’

তিনি আরো বলেন, হামলার শিকার হলে ইসরাইলের পাল্টা আক্রমণ করা উচিত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...