গ্রেপ্তার আতঙ্কে দ.আফ্রিকা সফর বাতিল করলেন ইসরাইলি কমান্ডার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ২২: ২৯

গাজায় ইসরাইলি আগ্রাসনে অংশ নেওয়ার কারণে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির আশঙ্কায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছেন ইসরাইলের সাবেক এক সামরিক কমান্ডার।

রোববার ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কেএএনের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, ইসরাইলি ইহুদি সংস্থার প্রধান মেজর জেনারেল (অব.) ডোরন আলমগ রোববার দক্ষিণ আফ্রিকায় তার নির্ধারিত সফর বাতিল করেন। সফরে তার স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সঙ্গে দেখা করার কথা ছিল।

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আলমগসহ বেশ কয়েকজন ইসরাইলি কর্মকর্তা ও সেনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০০০ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন আলমগ। তিনি বর্তমানে 'ইহুদিদের জন্য ইসরাইল সংস্থা'-র নির্বাহী চেয়ারম্যান। সংস্থাটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ফিলিস্তিনে ইহুদি অভিবাসন জোরদারে সক্রিয় ভূমিকা পালন করে।

২০০৫ সালে দক্ষিণ গাজার রাফায় প্রায় ৫০টি ফিলিস্তিনি বাড়ি ধ্বংসের ঘটনায় যুক্ত থাকার কারণে আলমগের বিরুদ্ধে যুক্তরাজ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। সে সময় তিনি লন্ডনে পৌঁছেও বিমান থেকে নামেননি এবং ইসরাইলে ফিরে যান।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৩,৪০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে অঞ্চলটি কার্যত ধ্বংস হয়ে পড়েছে এবং ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে লক্ষ লক্ষ মানুষ।

দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, ইসরাইল ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ কনভেনশন লঙ্ঘন করেছে।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত