ইসরাইলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললো কাতার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৭
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৫৯
ছবি: এক্সিওস

গাজা শান্তি চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু করার আগে দোহায় হামলার জন্য ইসরাইলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে কাতার। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দোহায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি।

গত ১৬ সেপ্টেম্বর কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানির সাথে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি হামলার পর আলোচনায় মধ্যস্ততা করা থেকে সরে আসে দোহা। গাজা ইস্যুতে আলোচনা পুনরায় শুরু করার জন্য ট্রাম্প প্রশাসন ইসরাইল ও কাতারের মধ্যে উত্তেজনা কমাতে চাইছে। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে, কাতারের মধ্যস্থতা ছাড়া ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের জন্য একটি চুক্তিতে পৌঁছানো খুব কঠিন হবে।

এক্সিওসের প্রতিবেদনে বলা হয়, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কাতার ইসরাইলের কাছ থেকে এমন এক ধরনের ক্ষমাপ্রার্থনা মেনে নিতে পারে, যেখানে কেবল নিহত কাতারের নিরাপত্তা কর্মকর্তাকে কেন্দ্র করে দুঃখ প্রকাশ থাকবে এবং তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন না করার প্রতিশ্রুতি থাকবে।

দোহায় ইসরাইলি হামলায় পাঁচ হামাস সদস্য এবং কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন, তবে হামাসের সকল শীর্ষ নেতা বেঁচে যান।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত