আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাম্পের শান্তি পরিকল্পনা

ইউক্রেনে বহুজাতিক শক্তির নেতৃত্ব দিতে প্রস্তুত ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে বহুজাতিক শক্তির নেতৃত্ব দিতে প্রস্তুত ইউরোপ
ছবি: সংগৃহীত

ইউক্রেনে বর্বর হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। যুদ্ধ বন্ধ করতে চলতি বছরের শুরু থেকে মধ্যস্থতা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অংশ হিসেবে ইউক্রেনে একটি ‘বহুজাতিক বাহিনী’ পরিচালনা করতে প্রস্তুত ইউরোপ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন ইউরোপীয় নেতারা।

বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আরো আটটি ইউরোপীয় দেশের নেতারা বলেছেন, আমেরিকার সহায়তায় নতুন এই জোট ইউক্রেনের সেনাদের পুনর্গঠনে সহায়তা করবে। এই বাহিনী ইউক্রেনের আকাশ সুরক্ষিত রাখার পাশাপাশি সমুদ্র পথকেও নিরাপদ রাখবে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতারা বলেছেন, হোয়াইট হাউসের দেয়া নিরাপত্তা গ্যারান্টির একটি নতুন প্যাকেজের অংশ ছিল এই প্রস্তাব, যার মাধ্যমে মস্কো ও কিয়েভ শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। তবে তারা এটাও বলেছেন যে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোর ভবিষ্যৎ কী হবে, তার ওপর অনেক কিছু নির্ভর করবে।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় ও ন্যাটো নেতাদের সঙ্গে তার ‘দীর্ঘ এবং ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে অনেক আলোচনা হয়েছে তার। তিনি মনে করেন চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তারা আগের চেয়েও অনেক কাছাকাছি।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি সরাসরি কথা বলেছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেছেন, তার সঙ্গে কথা হয়েছে। তবে এর বাইরে আর কিছু বলেননি তিনি।

ট্রাম্প মনে করেন, নিরাপত্তার নিশ্চয়তার বিনিময়ে, ইউক্রেনকে পূর্ব ডনবাস অঞ্চলের দখলে থাকা অংশগুলো মস্কোকে ছেড়ে দিতে হতে পারে। তবে জেলেনস্কি এটি আগে অস্বীকার করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন