আমার দেশ অনলাইন
ভারতের লাদাখে জেন-জি বিক্ষোভ ও সহিংসতার জেরে কারফিউ জারি করেছে ভারত সরকার। যা এখনও বলবৎ আছে। ইতোমধ্যে ব্যাপক ধরপাকড়ও চালিয়েছে প্রশাসন। বিভিন্ন সন্দেহভাজনের খোঁজে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। ফলে লেহ-সহ গোটা লাদাখের পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে লাদাখের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন সেখানকার উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত। ভারতের কেন্দ্রীয় সরকার লাদাখের পরিস্থিতি সামলাতে ‘বিশেষ দূত’ পাঠিয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুক্রবার বিকেলের পরে কারফিউ তুলে নেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাঠানো দল শুক্রবার সকাল থেকে দফায় দফায় লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে । পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘‘লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি এখনও সম্পূর্ণ শান্ত।’ এছাড়াও আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
উল্লেখ্য, বুধবার রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে লেহ শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। পুলিশে সাথে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি মানুষ। এছাড়াও নিরাপত্তা বাহিনী আটক করেছে ৫০ জনের বেশি মানুষকে।
তখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছিল। তবে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন।
ভারতের লাদাখে জেন-জি বিক্ষোভ ও সহিংসতার জেরে কারফিউ জারি করেছে ভারত সরকার। যা এখনও বলবৎ আছে। ইতোমধ্যে ব্যাপক ধরপাকড়ও চালিয়েছে প্রশাসন। বিভিন্ন সন্দেহভাজনের খোঁজে বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। ফলে লেহ-সহ গোটা লাদাখের পরিস্থিতি থমথমে রয়েছে।
এদিকে লাদাখের পরিস্থিতি নিয়ে দফায় দফায় বৈঠক করছেন সেখানকার উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত। ভারতের কেন্দ্রীয় সরকার লাদাখের পরিস্থিতি সামলাতে ‘বিশেষ দূত’ পাঠিয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুক্রবার বিকেলের পরে কারফিউ তুলে নেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পাঠানো দল শুক্রবার সকাল থেকে দফায় দফায় লাদাখের পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে । পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ‘‘লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি এখনও সম্পূর্ণ শান্ত।’ এছাড়াও আগামী ৬ অক্টোবর লাদাখের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
উল্লেখ্য, বুধবার রাজ্য হিসেবে মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে ঘিরে লেহ শহরে বিক্ষোভ শুরু হয়। এরপর তা ধীরে ধীরে সহিংস হয়ে ওঠে। পুলিশে সাথে সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জনের বেশি মানুষ। এছাড়াও নিরাপত্তা বাহিনী আটক করেছে ৫০ জনের বেশি মানুষকে।
তখন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, লেহ অ্যাপেক্স বডি এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছিল। তবে কিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি এই অগ্রগতিকে নস্যাৎ করতে চেয়েছেন।
সম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৮ মিনিট আগেগাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিল ট্রাম্পের প্রধান কূটনৈতিক মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও তার দল, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় চার বছর ধরে চলছে।
৩২ মিনিট আগেইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে যে, তারা মঙ্গলবার গভীর রাতে ব্রায়ানস্ক সীমান্ত অঞ্চলে একটি রাশিয়ান রাসায়নিক কারখানায় যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে।
১ ঘণ্টা আগেচ্যাটজিপিটির মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলগুলো সংবাদ সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে প্রায় অর্ধেক সময়ই ভুল উত্তর দেয়। ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ) এবং যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি পরিচালিত গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
১ ঘণ্টা আগে