ট্রাম্পের বিরুদ্ধে অভ্যত্থানের চেষ্টার অভিযোগ মাদুরোর

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৪: ৩৩
ছবি: বার্তা সংস্থা মেহের

মাদক চোরাচালানের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় অভ্যত্থানের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরআগে ট্রাম্প জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোন দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় এমন অভিযোগ করেন মাদুরো। খবর বার্তা সংস্থা মেহেরের।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ট্রাম্প সিআইকে গোপন অভিযানের অনুমোদন দিয়ে কারকাসে অভ্যুত্থানের চেষ্টা করছেন।

বিজ্ঞাপন

বামপন্থি এই নেতা এক ভাষণে বলেন, ‘ক্যারিবিয়ানে যুদ্ধকে না বলুন, শাসন পরিবর্তনকে না বলুন, সিআইএ’র মাধ্যমে পরিচালিত অভ্যুত্থানকে না বলুন।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় গোপন অভিযান পরিচালনা করতে সিআইএকে অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি দেশটিতে স্থল অভিযান চালানোর কথাও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন বলেছিল, যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলদের সঙ্গে ‘সশস্ত্র সংঘাত’র মধ্যে রয়েছে এবং এই সামরিক পদক্ষেপকে মাদক প্রবাহ বন্ধ করার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে ন্যায্যতা দিয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি মার্কিন প্রেসিডেন্টের এই বৈরি মনোভাব নতুন নয়। ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার সময় থেকেই একই অবস্থানে রয়েছেন তিনি।

এরইমধ্যে উভয় নেতাই সম্ভাব্য শক্তি প্রদর্শনের জন্য ক্যারিবিয়ান সাগরে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করেছেন।

আরএ

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত