আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৫

আমার দেশ অনলাইন

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৫
ছবি: জিও নিউজ

পাকিস্তানের পাঞ্জাবের চাকওয়াল জেলার ধোক পাঠান এলাকায় বাস খাদে পড়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। বাসটি ইসলামাবাদ থেকে করাচি যাচ্ছিল। পথে একটি বাঁকের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। খবর জিও নিউজের।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে সাতজন নারী রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

উদ্ধারকারী কর্মকর্তারা আরো জানান, নিহতরা বাহাওয়ালপুর, ভেহারি, শরাকপুর এবং ইসলামাবাদের বাসিন্দা।

এই ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।

পাকিস্তানে বাস দুর্ঘটনা অস্বাভাবিক নয়। চালকের অবহেলা, রাস্তা এবং আবহাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

২০২৫ সালের ডিসেম্বরে ফতেহ জংয়ের কাছে বাস উল্টে কমপক্ষে ১১ জন নিহত হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন